কবিতা: গুন গুন ফাল্গুন
রচনা: -মোস্তাফিজুর রহমান
শাখে শাখে আজ রঙের ছড়াছড়ি
তবে কি গো শীতের বুড়ি
কুয়াশার চাদর মুড়ি
চললো তার বাপের বাড়ি?
সবুজ পাতারা কেন ঘোমটা খুলে চায়
আড়ালে লুকিয়ে কেন কুহু গায়?
চারিদিকে শুনি গুন গুন
তবে কি ফিরে এলো অভিমানী ফাল্গুন?
একি মাদকতা রক্ত পলাশে
মাতিল মন নব অভিলাষে।
শিশির সিক্ত সবুজ ঘাসে
যেন ঝলমল করে স্বপ্ন ভাসে।
আজি বুনো ফুল করেনি তো ভুল
গন্ধে মেতেছে তার পাপিয়া বুলবুল।
বিষন্ন এ মনে বয়ে ফাল্গুনও বায়
পূর্ণতা এসেছে তার সকল অপূর্ণতায়!!!