খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক অপ্রচলিত ডেলিভারির প্রবর্তক শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের বোলার অজন্তা মেন্ডিস। ক্যারম বলের যথাযথ ব্যবহারে শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন এই ক্রিকেটার।
স্লো-মিডিয়াম বোলার হিসেবে অজন্তা মেন্ডিসের পরিচিতি রয়েছে। গুগলি, অফ-ব্রেক, টপ-স্পিন, ফ্লিপারসহ লেগ-ব্রেকের সংমিশ্রণে তিনি নানা অপ্রচলিত উপায়ে বল করেন। তার বল ব্যাটসম্যানরা ঠিক মতো সামলাতে পারতেন না। এজন্য তাকে রহস্য স্পিনার বলা হয়।
অজন্তা মেন্ডিস মাত্র ৩৪ বছর বয়সেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সব রকমের ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন মেন্ডিস।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।