নিজস্ব প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খবীর আহমেদ এর নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই রিফাজ উদ্দিন, এসআই প্রশান্ত কুমার দাস, এসআই রাশিদুল, এ এসআই মফিজুল সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে মাদক ব্যবসায়ী রাব্বিকে গ্রেপ্তার করেন। এসময় তার নিকট থেকে ৫৮ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। মাদক ব্যাবসায়ী রাব্বী পাটুয়াকান্দী এলাকার আমজাদের ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নম্বর ১৩, তারিখ ৩০/৮/১৯। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাব্বির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ইতিপূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।