নিজস্ব প্রতিনিধি : ডেঙ্গু পরিস্থিতি দেখতে আসা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর প্রতিনিধি দল এখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতার পাড়ায় অবস্থান করছে ।
শনিবার সকালে এ আইইডিসিআর এর প্রতিনিধি দল আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া দায়ের পাড়ায় এসে কাজ শুরু করেছে । আইইডিসিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেডিকেল অফিসার অনুপম সরকার।
উপজেলার আড়িয়া ইউনিয়নে ছাড়ারপাড়া প্রায় ৪০ জন নারী-পুরুষ ডেঙ্গু রোগি শনাক্তের পর জেলা ও উপজেলা প্রশাসন থেকে বিশেষ নজরদারী দেয়ার পরও ঠেকানো যাচ্ছেনা এডিস মশাকে। শুক্রবারও সেখানে দু’জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি দেখতে আসা আইইডিসিআর এর প্রতিনিধি দল আড়িয়া ছাতারপাড়ায়
অন্যদিকে একই ইউনিয়নের ছাতারপাড়ার পার্শ্ববর্তী ইউসুফপুর গ্রামে ৭ জন আক্রান্ত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। এ নিয়ে দৌলতপুর উপজেলায় ৫৭ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।