খেলাধুলা ডেস্ক:
আট দলে নয়। আসন্ন বিপিএল ক্রিকেট আসর হবে ৭ দলে। ৭ম দল হিসেবে কিছু দিনের মধ্যেই চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চইজি নিশ্চিত হবে। এমনটাই জানিয়েছেন বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস। এছাড়াও, ফ্র্যাঞ্চইজিদের দাবিগুলো বিবেচনা করে পরবর্তী গর্ভনিং কাউন্সিলের চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। তবে, বির্তক এড়াতে পরবর্তী চার মৌসুমের জন্য গঠনমূলক বাইলজের কথাও জানান জালাল ইউনুস।
৭ম বিপিএলে ৮টি দলের অংশগ্রহণের কথায় এমন অস্পস্টতা ছিলো। ২০১৫/১৬ মৌসুমে বিপিএলে ৮ দলের অংশগ্রহণ দেখা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ আর খেলোয়াদেড়র পারিশ্রামিক নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়। বিপিএল গর্ভনিং কাউন্সিল ২০১৭ মৌসুম থেকে বহিস্কার করে বরিশাল বুলসকে। এবার এই দলের নতুন অন্তুভূক্তির কথা শোনা গেলেও, বাস্তবিক অর্থে এবার হচ্ছে না। তাই এবারের বিপিএল ৮ দলের নয় হবে ৭ দলের অংশগ্রহণে।
পরবর্তী চার মৌসুমের জন্য ফ্র্যাঞ্চইজি দলগুলোর জোড়ালো দাবি হলে বাইলজের শক্ত ভিত্তি। তার প্রতিশ্রুতি দিয়েছে গর্ভনিং কাউন্সিলের এই সদস্য।
এছাড়াও, ৭ম বিপিএলে আসরে তিন মাস বাকি। কিন্তু, তার আগে ফ্র্যাঞ্চইজিগুলো লভ্যাংশের সাথে নানা মুখি দাবি তোলে। তাই উঠেছে নানা প্রশ্ন। তবে, সেই দাবিগুলো জানতে দফায় দফায় দলগুলোর সাথে বৈঠক করেছে গর্ভনিং কাউন্সিল। দলগুলোর দাবি জানবার পর কিছুদিনের মধ্যে গর্ভনিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়ার জন্য সভায় করবে।
এদিকে, চিটাগং ফ্র্যাঞ্জইজির সত্ব পেতে ডেড লাইনের আগে চারটি প্রতিষ্ঠার দরপত্র জমা দিয়েছে। তবে, কে বা করা হতে যাচ্ছেন চিটাগং ভাইকিংসের নতুন মালিক তা জানা জন্য অপেক্ষায় থাকতে হবে আরো তিন সপ্তাহ।