ওমর ফারুক : ভেড়ামারা প্রতিনিধি
লম্পট মেহেরুলের কারাগারে থাকায় স্বস্তি ফিরে পেয়েছেন কোমলমতি স্কুল ছাত্রী, কলেজ ছাত্রীসহ এলাকার গৃহবধূ ও মা বোনেরা।
ক্ষেমিরদিয়াড় বিশ্বাস পাড়া এলাকায় সরেজমিনে অনুসন্ধান পূর্বক জানা যায় যে, লম্পট মেহেরুল কারাগারে থাকার কারণে কোমলমতি স্কুল ছাত্রী, কলেজ ছাত্রীসহ গৃহবধূ ও মা বোনেরা নির্বিঘ্নে তাদের দৈনন্দিন জীবনের কাজ করতে পারছেন ও নিরাপদ বাড়িতে বসবাস করতে পারছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানাযায় ,
লম্পট মেহেরুল রাস্তায় দাঁড়িয়ে নিয়মিত তাদের নানা অশ্লীল কথা বলে বিরক্ত করতো। গৃহবধূ মা-বোনরা মেহেরুলের কারণে রাস্তায় বের হতে পারতেন না। এলাকার মহিলারা নিজ বাড়িতে রাতে নিরাপদে ঘুমাতে পারতেন না। লম্পট মেহেরুল কারাগারে থাকার কারণে বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।
উল্লেখ্য: গৃহবধূকে জাপটে ধরে শ্লীলতাহানির ঘটনায় দায়েরকৃত মামলায় লম্পট মেহেরুল এখন কারাগারে আছে।
গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লম্পট মেহেরুল গত বৃহস্পতিবার (২৯/০৮১৯ ইং) তারিখে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২৬/০৮/১৯ ইং তারিখে একটি মামলা দায়ের হয়।
যার নম্বর ১০। লম্পট মেহেরুল এর বিরুদ্ধে দুই সন্তানের জননী এক গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগে গৃহবধূ নিজে বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।