কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। রেববার গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় স্থানীয় এক মাদ্রাসা শিক্ষকের পকুরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ প্রয়োগ করলে মাছ মরে পুকুরে ভেষে উঠে। পুলিশ ও পুকুরের মালিক মুসলিমনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. কাদের ঠাকুর জানান, রোববার গভীর রাতে গোপালপুর মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় এক একর পরিমান পুকুরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকরা রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মরে ভেষে উঠে। বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতির কথা উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক মাদ্রাসা শিক্ষক মো. কাদের ঠাকুর।