হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের আজমান আলীর পুত্র প্রতিবন্ধী শাহান আহমেদ (১০) ও রাহান আহমেদ (৭) পানিতে ডুবে মারা যায়।
পুলিশ সূত্র জানায়, সোমবার বিকালে পূর্ব জাহিদপুর গ্রামে পরিবারের সবার অগোচরে আজমান আলীর প্রতিবন্ধী পুত্র শাহান আহমেদ ও রাহান আহমেদ উঠানের পার্শ্ববর্তী পুকুরে নামেন। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না।
সম্ভাব্য স্থানে খোঁজা-খুঁজির প্রায় ১ ঘণ্টা পর পুকুরে দুই ভাইর নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও স্থানীয় মানুষ। পরে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।