শেখ মুজিবুর রহমান –
লেখকঃ- ইউসুফ আল মামুন
যা দেখিয়াছি আমি,
তোমার হৃদয় মাঝে,
যা অনেন্বেষন করিয়াছি,
সমস্ত বিশ্বের কাছে
পাই নি তাহাদের গুন ।
মুখদ্ধ করিনী মোর মন,
শুধু দেখিয়াছি তাহাদের
বিলাশিতা জীবন।
কখনো করনি তুমি,
অহংকার বিলাশিতা কে আপন,
করিয়াছো শুধু সংগ্রাম প্রতিবাদ।
তুমি আজ স্বাধীন বাংলার ধারক,
দিয়েছিলে স্বাধীনতার ডাক,
আজ পেয়েছি স্বাধীনতা,
বলছি বাংলায় কথা।
শুধু তোমার কৃত্বের অবদান,
ওগো বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান