কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপখেলা। নানা প্রজাতির সাপ খেলা দেখতে ভিড় জমিয়েছিল দর্শনার্থীরা। এদিকে, গ্রামবাসীকে আনন্দ দেয়ার জন্য প্রতিবছরই সাপের খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
সাপুড়ের ঝুড়ি থেকে এক এক করে বেরিয়ে আসছে সাপ। গ্রাম বাংলার জারিগান আর বাদ্যের তালে তালে সাপুড়ের নাচের সাথে ফণা তোলে সাপের অপলক দৃষ্টি। সাপকে বশে এনে সাপুড়েদের শ্রেষ্ঠত্বের লড়াইটা সবসময়ই আকর্ষণীয়। সাপুড়ের নানা অঙ্গভঙ্গিতে সাপের নাচ যেন নানা বয়সের মানুষের নজর কেড়ে নিয়েছে। এমনই এক মনোমুগ্ধকর আয়োজন হয়ে গেলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামে।
সাপ দেখে মানুষ ভয় পেলেও, সেই সাপের খেলা দেখার জন্য হাজারো মানুষের ভিড়টা ছিল চোখে পড়ার মতো। এ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
সাপ খেলায় ২০টি সাপুড়ে দল ২০০টি সাপ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে বিজয়ের মুকুট জিতে নেয় ভেড়ামারা উপজেলার সাপুড়ে আক্কাস মিয়া।
এদিকে, প্রতিবছর ধারাবাহিকভাবে সাপ খেলার আয়োজন করা হবে বলে জানায় আয়োজকরা।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো আয়োজনের ব্যাপারে স্থানীয় আয়োজকদের পাশাপাশি জেলা প্রশাসন আরো এগিয়ে আসবে, এমনটা প্রত্যাশা সবার।