দৌলতপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিপন ভাই এর:( আজ ১০ ই সেপ্টেম্বর) মঙ্গলবার ২৮তম শুভ জন্ম দিন।
আজকের দিনটা ভরে উঠুক অনাবিল আনন্দ ভালবাসা আর উৎসাহে উদ্দীপনায়, আশা করছি সব প্রিয়জনেরা আপনার পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
আজকের এই দিনেই পৃথিবীর বুক আলোকিত করে এই সুন্দর ভুবনে এসেছিলেন ৷ হাটি হাটি পা পা করে জীবন থেকে মাইনাস হয়েগেছে ২৮টি বছর ৷
আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা আপনার সাথে থাকে ! আপনাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি -শুভেচ্ছা- অভিনন্দন।
আপনি এগিয়ে যান পুরুনো ক্ষত ভুলে, আপনি এগিয়ে যান সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে ৷দৌলতপুর প্রেসক্লাবের পক্ষথেকে আপনার ভবিষ্যত দীর্ঘায়ু কামনায় চিরন্তন শুভকামনা শুভ জন্মদিনএর শুভেচ্ছা ও অভিনন্দন ৷