কুষ্টিয়া দৌলতপুর ডেংগু আক্রান্ত আসহায় রুগীদের খোঁজ নিতে এক বিশেষ টিম পাঠান- অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এমপি
দৌলাতপুরের গনমানুষের নেতা, দৌলতপুর গরিব দুঃখী আসহায়ের অভিভাবক অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এমপি মহোদয় নিজে অসুস্থ থাকার কারনে তিনি ডেংগু আক্রান্ত আসহায় রুগীদের খোঁজ নিতে এক বিশেষ টিম পাঠান। উক্ত সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মধ্যে থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ ,থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কামরুল সহ নেতা কর্মী গণ ও স্বপ্ন ছায়া সংগঠনের পরিচালক ও বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি তাশফীন আব্দুল্লাহ্ সহ সদস্য বৃন্দ। সকল এভাবেই সাধারন মানুষের পাসে দাঁড়ানোর সাথে সাথে নিজ বাড়ি ও এলাকা পরিস্কার করার অনুরোধ জানাই।