আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না, তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বনানীতে সেতুভবনে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে আমাদের কোন আপত্তি নেই। আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা করে তবে জবাব দেওয়া হবে। বিএনপির মহাসড়ক করার কোন অভিজ্ঞতা নেই। এই সব ফ্লাই ওভার মেট্রোরেল করার স্বপ্নও তারা দেখেনি।