কিশোর গ্যাং কালচারের নামে শিশু-কিশোররা সমাজে নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কুষ্টিয়ায় কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে সে বিষয়ে তৎপর থাকার জন্য জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)। রবিবার সন্ধ্যার পর থেকে কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ কিশোর অপরাধ রুখতে বিভিন্ন বিনোদনের স্থানগুলোতে হানা দেয়। পুলিশ প্রধান বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা দুরহ। অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, কিশোর অপরাধ যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য আমরা সন্ধ্যার পর থেকে একটি টিম করে তাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য নির্দেশ প্রদান করে যাচ্ছি।