গত শনিবার ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মামুন টিউটরিয়াল বন্ক্স শাখা থেকে ৫ম গ্রেডের সিটির স্টেট টেস্ট রেজাল্টে অনেকেই ভাল করেছেন, তাদের মধ্য থেকে বিগত বছরগুলোসহ এবারো সর্বোচ্চ স্কোর পাওয়ায় জামান মাহামুদ ও এলহাম বিন মামুনকে সংবর্ধনা দেওয়া হয়। জামান মাহামুদ বিগত বছরগুলোর মতো এবারও স্টেট টেস্ট রেজাল্টে সর্বোচ্চ গ্রেডসহ ম্যাথমেটিক্সে ৬৪৯ এর মধ্যে ৬৪৯ পেয়েছেন , উল্লেখ্য যে গত বছরেও ম্যাথমেটিক্সে ৬৫০ এর মধ্য ৬৫০ পেয়েছেন। বিগত বছরগুলোতে মামুন টিউটরিয়াল থেকে ভালো স্কুল ও হাইস্কুলে অনেকেই ভর্তি হচ্ছেন। জামান এবার ৬তম গ্রেডে বন্ক্সের ভাল স্কুল পেচ একাডেমিতে ভর্তি হয়েছেন, তার ইচ্ছা ভালো হাইস্কুল স্কাইভার্শন বা বন্ক্স সায়েন্স হাইস্কুলের মতো ভাল হাইস্কুলে ভর্তি হয়ে পরবর্তীতে হার্ভাড বা কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন পিতা কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।