ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন শোভন-রাব্বানী। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার পর সাংবাদিকদের এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, ছাত্রলীগের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে পরিবর্তন আনা হয়েছে।
ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে বলা হয়েছে বলেও জানান তিনি