কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য, সাবেক ভিপি জননেতা আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপির সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের এক মতবিনিময় সভা শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠিত হয়।
এসময় কেপিসির অভিষেক ২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি জামিল হাসান খান, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন প্রমূখ।
স্মরণিকায় প্রধানমন্ত্রীর বাণী, জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, হাসানুল হক ইনু এমপি, এড.আ. কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা চেয়রম্যানের গুরুত্বপূর্ণ বাণী রয়েছে।
এক ঝাঁক সাংবাদিকের তথ্যবহুল লেখা ও কেপিসি’র বিভিন্ন কর্মযজ্ঞের তথ্যচিত্র ১০৪ পাতার স্মরণিকাটিতে রয়েছে কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৫৬ জন সাংবাদিকরে নাম পরিচয়, মোবাইল নম্বর ও কর্মরত মিডিয়ার নাম। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের সঠিক দিক নির্দেশনা দিবে বলে সকলের প্রত্যাশা। স্মরণিকার প্রচ্ছদ করেছেন প্রখ্যাত চিত্রকর বাংলাবাজারের দ্যা ডিজাইনার রফিক উল্যাহ।