কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পৃথক অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের কাঁচারী বাজার থেকে তৈয়ব আলীকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি হায়াৎখাঁ মিয়াজি পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। অপর এক অভিযানে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা বাবুর হাট গ্রামের জাহের উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম ও চিলমারী উপজেলার বেলের ভিটা গ্রামের কফিল উদ্দিনের ছেলে রিটু মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পুড়িয়া গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে বুধবার সকালে অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের যমুনা ফকির পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিলন খন্দকারকে ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে হুমায়ুন কবিরকে মাদক কারবারের সাথে জড়িত থাকার অপরাধে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।