কুড়িগ্রাম প্রতিনিধি :মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর ) আনুমানিক পৌঁনে এগারোটার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ,এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর বিওপির নম্বর-৫৪১০৩ হাবিলদার মো.সাফায়েত হোসেন এর নেতৃত্বে ০৭ সদস্যের একটি টহলদল সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৮৪/১-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধানুয়া কামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮৯৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও নগদ ৯,৮১০ টাকাসহ মাদক সম্রাজ্ঞী মাজেদাকে আটক করা হয়।
আটক মাজেদা বেগম (৩৫), কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামের নুরু মিয়ার স্ত্রী। ও একই গ্রামের মৃত আঃ জলিলের মেয়ে।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ সাংবাদিকদের বলেন, আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বকশীগঞ্জ থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।