কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য ও পর্যটন দিবস
উৎসবমূখর পরিবেশে পালন করা হবে ডিসি মোঃ আসলাম হোসেন
কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ^ পর্যটন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আজাদ জাহান।
সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ^ পর্যটন দিবন ও ২৮-২৯ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য ও পর্যটন দিবস উৎসবমূখর পরিবেশে পালন করা হবে। এই জেলার সকল সেক্টরের উপস্থিতি কামনা করছি। তিনি আরও বলেন, বিশ^নন্দিত বিচারপতি ড. রাধা বিনোদ পালের স্মৃতি সংরক্ষনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। আপনারা তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুন্সি মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল ইসলাম টুকু, সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলাম প্রমূখ।