কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর ভাগজোত ঘাটে নৌকা ডুবিতে মৃত্যু যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় দেড় কিঃমিঃ দুরে আলি নগর ঘাট এলাকায় লাশ ভেসে উঠলে জেলেরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ।
গতকাল সোমবার সকাল ৭টার দিকে সোনা তলা গ্রামের রাজ মিস্ত্রি কাজের জন্য হাসেম আলির ছেলে মহাসিন আলি (৩৫) ও মফিদুল (৩৩) এবং ঠাকুরপাড়া গ্রামের ওয়াহেদ অরূফে ওয়াজ ফকিরের ছেলে শাকিল (১৬) টিনের ডোঙ্গায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়ে ভাগজোতের গোদার ঘাট এলাকায় আসতে ছিল, নদীর মাঝখানে ঢেউয়ে তাদের ডিঙ্গি উল্টে গেলে মহাসিন ও মফি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হলেও শাকিলকে উদ্ধার করতে পারেনি, সকলের ধারনা ডুবে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ডুবুরীরা সোমবার চেষ্টা করেও শাকিলের লাশ উদ্ধার করতে পারেনি, পরে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় দেড় কিঃমিঃ দুরে আলি নগর ঘাট এলাকায় লাশটি ভেসে উঠলে জেলেরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা লাশটি উদ্ধার করে।