পুলিশকে জনগনের আস্থাশীল, সুশাসন ও আইনের শাসনের সহায়ক বাহিনী হিসেবে ভূমিকা নিশ্চিত করতে কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পুলিশকে স্বারকলিপি দিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভা চত্ত্বর থেকে মিছিল বের করে জাসদের নেতাকর্মীরা। জাদসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিন শেষে মজমপুর গেটে সমাবেশ করে। পরে তারা পুলিশকে জনগনের আস্থাশীল, সুশাসনের সহায়ক বাহিনী হিসেবে নিশ্চিত করার দাবীতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে স্বারকলিপি দেন।
‘জাসদ লড়বে, জঙ্গীবাদ-মৌলবাদ-দূর্ণীতি-লুটপাট রুখবে’ এই স্লোগানে কর্মসূচীতে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভেড়ামারা জাসদের সাধারন সম্পাদক আনসার আলিসহ নেতাকর্মীরা অংশ নেন।