কুষ্টিয়া প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল চালককে সতর্ক হয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে : জেলা প্রশাসক আসলাম হোসেন
রিয়াজুল ইসলাম সেতু:কুষ্টিয়া বিআরটিএ কার্যাালয়ের উদ্যোগে গাড়ি চালকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।
আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি পরিবহন চালকদের উদ্দেশ্য বলেন, যদি কোন বাস চালক মাদক খাওয়া অবস্থায় গাড়ি চালায় তাহলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য মাদক খাওয়া অবস্থায় গাড়ি চালানো যাবে না। শুধু তাই নয়, গাড়ি চালনা অবস্থায় মোবাইল ফোন কথা বলা দন্ডনীয় অপরাধ।
চালকদের গাড়ি চালনা অবস্থায় মোবাইল ফোনে কথা না বলতে অনুরাধ করে তিনি বলেন, একজন বাস চালকের উপর নির্ভর করে অনেক যাত্রীর ভাল ভাবে তার গন্তব্য পৌঁছানো। এছাড়া আঞ্চলিক সড়ক সহ দেশের যে কোন মহাসড়ক মোটরযান চালাতে ট্রাফিক আইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা রাখতে আজকের কর্মশালা বিশেষ ভুমিকা রাখবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল চালককে সতর্ক হয়ে এবং যথাযথ নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। মনে রাখতে হবে একটি দুর্ঘটনা অনেক পরিবারকে শেষ করে দিতে পারে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মহসীন হোসেন ও ট্রাফিক ইনস্পেক্টর ফকরুল আলম। প্রশিক্ষন কর্মশালায় গাড়ি চালানোর নিয়ম কানুন, বিভিন্ন প্রতীক ও চিহ্ন সম্পর্কে ধারনা দেওয়া হয়। প্রশিক্ষন কর্মশালায় প্রায় ১০০ জন হালকা ও ভারী গাড়ির ড্রাইভার অংশগ্রহন করেন। কর্মশালাটি সকাল ১০ থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।