কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চিলমারী বিওপি’র টহল দল মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার সাড়ে ১১ টার দিকে জয়পুর বিওপি’র টহল দল মহিষকুন্ডি মাঠপাড়ায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি। অপরদিকে একইদিন গভীর রাতে কাজীপুর বিওপি’র টহল দল বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিক বিহীন ১২ বোতল বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে।