কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের অায়োজনে আজ উপজেলা হল রুমে নিজ অাঙ্গিনা ও আশেপাশের জঙ্গল পরিচ্ছন্ন রাখা, এডিশ মশার আবাসস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধের শ্লোগানে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মোঃ অাসলাম হোসেন ,অারো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (DDLG) জনাব মৃনাল কান্তি দে, সিভিল সার্জন রওশন অারা,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান অালহাজ্জ্ব অাখতারুজ্জামান মিঠু , পৌর মেয়র অালহাজ্জ্ব সামিমুল ইসলাম ছানা, উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ , উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ইন্দোনেশিয়া সহ নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও পত্রিকার সাংবাদিক বৃন্দ সহ সচেতন মহলের জনগন ।
সভায় প্রধান অতিথির বক্তব্য জনাব অাসলাম হোসেন ভেড়ামারা উপজেলা তথা পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু রোগের বাহক এডিশ মশার বংশবিস্তার ঠেকাতে প্রতিটা পরিবারের নিজ নিজ অাঙ্গিনাও অাশেপাশের জঙ্গল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিশ মশার জন্মানোর সকল জায়গা গুলো যেমন পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, বোতলে জমানো পানি , এসি ও ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি , ড্রেন , ফুলের টব সহ সকল জমে থাকা পানি নিয়মিত পরিস্কার এবং শোয়ার পূর্বে মশারি ব্যাবহারের ব্যাপারে সকলকে সচেতন করেন। এবং ডেঙ্গু রোগে অাক্রান্ত রুগিকে দ্রুত হাসপাতালে ভর্তির পাশাপাশি ডেঙ্গু ও এডিশ মশা নিধনের জন্য সকল ধরনের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা বা পরামর্শ নেওয়ার জন্য অাহবান করেন ।