কুষ্টিয়ায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জেলা ও বিভাগীয় কমিটির কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পালকি রেষ্টুরেন্টে আইডিএসইবির কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে অনুষ্টিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মোখলেচুর রহমান। আইডিএসইবি কুষ্টিয়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। দিনব্যপীচলা মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলায় কর্মরত আইডিএসইবির নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।