কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৫ নম্বর ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভেড়ামারা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহবুল আলম লালু আজ শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কে ভিক্ষুক পূনর্বাসনের আওতায় তিন জন পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে প্রত্যেককে নগদ ত্রিশ হাজার টাকা করে সর্বমোট নব্বই হাজার টাকা নগদে বিতরণ করেন। এসময় স্থানীয় ইউপি মেম্বার হাসেম আলী ও আনোয়ারা খাতুন সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। পূনর্বাসিত ভিক্ষুকদের জন্য এটা ছিল তাদের দ্বিতীয় বা শেষ কিস্তির সরকার প্রদত্ত নগদ অর্থ। পূনর্বাসনের আওতায় থাকা ভিক্ষুকদের প্রত্যেকে মোট পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ পান। এই বরাদ্দের প্রথম কিস্তির নগদ টাকা ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের নিকট থেকে গ্রহণ করেন মনোনীত ভিক্ষুকগণ। এই সকল ভিক্ষুকগণ জীবনে আর ভিক্ষা বৃত্তিতে ফিরে যাবেননা বলে প্রতিশ্রুতিবদ্ধ। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাহায্য প্রাপ্ত পূনর্বাসিত ভিক্ষুকগণ হলেন, হাজেরা খাতুন, স্বামীঃ মৃত সরোয়ার, গ্রাম- উত্তর ভবানীপুর, আমির আলী, পিতাঃ আফিল উদ্দিন, গ্রাম-উত্তর ভবানীপুর, এবং হালিমা খাতুন, স্বামী ঃমৃত লতিফ মন্ডল, গ্রাম-উত্তর ভবানীপুর, সর্ব থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।