প্রিতম মজুমদার, ইবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
তার ৭৩ জন্মদিন উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৭৩ টি বৃক্ষরোপন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, জোবায়ের আল মাহমুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিথিলা ফারজানা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোন কেক কাটা হয়নি।