নিজস্ব প্রতিনিধি ॥ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম দিন উপলক্ষে কুষ্টিয়া জেলা তাঁতলীগ জেলা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া তঁতাতলীগের আহবায়ক নজরুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সরোয়ার হোসেন, হাবিবুর রহমান, বিপুল হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা তাঁতীলীগের সদস সচিব মেজবাহুর রহমান লিগারসহ জেলা ও উপজেলা তাঁতীলীগের সকল নেতাকর্মী। জেলা তাঁতীলীগের আহবায়ক নজরুল ইসলাম বাবু বলেন, আমাদের নেত্রীর হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনিত হয়েছে, দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের সু বাতাশ বইতে শুরু করেছে, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে দেশের উন্নয়নের সার্থে আমাদের নেত্রীর সুস্থ থাকা প্রয়োজন তাই দেশ নেত্রীর এই শুভ জন্মদিনে তার প্রতি শুভেচ্ছা জানাই। একই সাথে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহাবুব-উল আলম হানিফ এমপি; কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করছি। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সদস্য মানিয়ার হোসেন। অনুষ্ঠান শেষে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।