চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ কটা (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জনা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে, জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, পি পি এম. র নেতৃত্বেএসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার জেলার দামুড়হুদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা সদরের চন্ডীপুর এলাকার মুনছুরের ছেলে কটাকে ২ গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ । এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাহবুল (২৫)কে ২০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে । সে জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুরের সিদ্দীক আলীর ছেলে । এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।