আব্দুস সালাম,ইবি প্রতিনিধি।।ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন রাস্তার দু’ধারে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওানুল ইসলাম,সহ-সভাপতি পরেশ চন্দ্র বর্ম্মন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান,সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান প্রমুখ।