দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটি পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১আক্টোবর) সকাল ১১টায় দৌলতপুর আবেদএর ঘাট থেকে রামকৃষ্ণপুর এ এসব ত্রাণ বিতরণ করা হয়।
তিন হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে বিস্কুট শুকনো খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইজ্ঞিনিয়ার মোঃ শাকিল খাঁন এর পক্ষে মোঃ হেলাল উদ্দীন।
কুষ্টিয়া জেলার উপজেলা দৌলতপুরের চিলমারী ইউনিয়ন ও রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে মানবিক বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান আদম তমিজি হকের সৌজন্যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম মানবিক বাংলাদেশ সোসাইটি এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান ও দৌলতপুর উপজেলা মানবিক বাংলাদেশ সোসাইটি এর উদ্যোগে আয়োজন করা হয়েছে। দৌলতপুরের অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজি হককে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যাদূর্গত মানুষেরা।এ বিষয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মানবিক বাংলাদেশ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান বলেন, আদম তমিজি হক মানবিক বাংলাদেশ সোসাইটি এর পক্ষ থেকে সারা বাংলাদেশে যেভাবে বর্নাত মানুষের পাশে দাড়িয়েছিলেন, ঠিক একইভাবে আমাদের দৌলতপুর উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবিক বাংলাদেশ সোসাইটি এভাবেই ভবিষ্যতে ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।কুষ্টিয়া -১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড আ কা ম সরওয়ার জাহান বাদশা মানবিক বাংলাদেশ এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দৌলতপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য মানবিক বাংলাদেশ সোসাইটি এর চেয়ারম্যান আদম তমিজি হককে ধন্যবাদ জানিয়েছেন।