সুমন মাহমুদ ঃ-কুষ্টিয়া মিরপুর এ আর এফ এল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর জিয়া সকড়ে অবস্থিত আর এফ এল শোরুম উদ্বোধন করেন চিত্র নায়িকা সাদিকা পারভীন পপি ।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন,পৌর মেয়র এনামুল হক সহ আর এফ এল শোরুম এর সকল স্টাফ।