কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ
সরওয়ার জাহান বাদশা গত মঙ্গলবার সকাল ৭ টাই উপজেলার ফিলিপনগর ইউপির পদ্মা নদী আমান উল্লাহার বাড়ির সামনে দিয়ে পাড় উপচে পানি ভিতরে ঢুকে পড়ে। এ সংবাদ পেয়ে সাংসদ আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশা ঘটনা স্থানে পৌছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ফোনে দ্রত ব্যবস্তা
নেওয়ার নির্দেশ দিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা
এসে বালির বস্তুা ভরে পানি ঢুকার পথ বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করার পর থেকে এলাকাবাসির
মধ্যে চরম স্বস্তির নিশ্বাস ফেলেছে। যদি বন্ধ করা না হত তাহলে পানি ঢুকে ফিলিপনগর, মরিচা, মথুরাপুর,
হোগলবাড়িয়া ইউপি সহ পার্শ্ববর্তী ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন ফসল, মাছের খামার,পান বরজ
সহ বিভিন্ন ধরনের ক্ষতির আশংকা ছিল বলে জানা গেছে। তবে নদী এলাকায় সাংসদ, উপজেলা প্রশাসন
স্থানীয় জন প্রতিনিধি সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা
কর্মচারীরা সযাগ দৃষ্টিতে রেখেছেন বলে জানা গেছে।