গাংনীর প্রতিনিধিঃ-মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে বজ্রপাতে সিমা খাতুন (২২) নামের এক গৃহবধূ মারাত্মকভাবে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে আহতের ঘটনা ঘটে। আহত সিমা খুতুন কল্যানপুর উত্তরপড়ার গ্রামের আলিম আলীর স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়,সিমা খাতুন ঘরের মধ্য বসে ছিলেন, এ সময় গুড়ি-গুড়ি বৃষ্টির পাশাপাশি হঠাৎ তার বাড়ির মধ্যে থাকা একটি নারকেল গাছে বজ্রপাতে তার শরীরে আঘাত করে,সিমা খাতুন অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনীর বামন্দী হুদার ক্লিনিকে ভর্তি করে। নিউজ লেখা পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।