নিজস্ব সংবাদদাতা ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া শিশু একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র তৌফিককে শ্রণি কক্ষ থেকে টেনে হিচড়ে মাঠের মধ্যে এনে লোহার রড দিয়ে বেদম পিটিয়ে জখম করেছে সাতবাড়িয়া নওদাপাড়ার পিন্টু (৩৮)। আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। চোখের সামনে মারপিটের দৃশ্য দেখে হকচকিয়ে যান শিক্ষক ও শিক্ষার্থীরা। গুরুতর জখম অবস্থায় শিক্ষকরা তৌফিককে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে। আহত শিশু তৌফিকের পিতার নাম হোসেন। সে দঃ ভবানীপুর গ্রামের অধিবাসী। পক্ষান্তরে আসামী পিন্টুর পিতার নাম লতিফ এবং সে সাতবাড়িয়া নওদাপাড়ার অধিবাসী। এব্যাপারে ভিকটিমের পক্ষে এই রিপোর্ট লেখার সময় থানায় অভিযোগ/মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ঘটনাটিকে শিক্ষার্থীর পেশাগত কাজে বাঁধা প্রদানের মত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ বলে অভিহিত করছেন সচেতন মহল।