কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক পরিষদের বার্ষিক সাধারন সভা গত বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি নওয়াব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রুমানা ইয়াসমিন। বার্ষিক অডিট রিপোর্ট পাঠ করেন তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, সদিয়া ফারজানা, হাবিবুল ইসলাম, আশিকুল ইসলাম, ওবায়দুল হক, স্বপন আলী, আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামীয়া কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শামসুর রহমান বাবু, সদস্য আতিয়ার রহমান, আলহাজ্ব নাসির উদ্দিন মৃধা, এ্যাড, আব্দুল হালিম ও জুলফিকার আলী জুলু। কমিটির সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী, সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, কামরুন্নাহার। সাধার সম্পাদক রুমানা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক স্বপন আলী ও আশরাফুল আলম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডঃ শর্মিষ্ঠা হোসেন, ধর্মীয় সম্পাদক আব্দুল আলিম, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-মহিলা সম্পাদিকা তিলত্তমা দাস, সাংস্কৃতিক সম্পাদক আসমা আকতার ও শুক্লা মজুমদার। কোষাধ্যক্ষ ওবায়দুল হক। এছাড়া শিক্ষক পরিষদের তিনজন সদস্য গভর্নিং বডির সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন হাবিবুল ইসলাম, সাদিয়া ফারজানা ও আশিকুল ইসলাম।
আর এদিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মোঃ সেলিম রেজা ।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে দৌলতপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা মোঃ স্বপন অালী( প্রভাষক মার্কেটিং বিভাগ) যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হওয়াই ।