গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জুনগর মোড় থেকে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে গাংনী থানার পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে এস আই ফরহাদ হোসেন ও এ এস আই শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলা দহ গ্রামের ইসলামের ছেলে মোঃ মুজিবুল (২১) ও একই উপজেলার কুর্শা গ্রামের মৃত দিদার বক্স এর ছেলে হুর আলি(৬০)।
গাংনী থানা সুত্রে প্রকাশ,পাচারকারি দুজন টিভিএস মেট্রো প্লাস ( ঢাকা মেট্রো – হ ৫৮-৫৫১৫) মোটরসাইকেলে চড়ে মাদক পাচারের উদ্দেশ্যে জোড়পুকুর থেকে পোড়াদহের দিকে যাওযার সময় গাংনীর মিনাপাড়া গ্রামের মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের মোড়ে পুলিশ চেক পোষ্টের কাছে পৌছলে তাদের তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।