সুমন মাহমুদ মিরপুর প্রতিনিধি : মিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি মহোদয়ের বিশ্বস্ত আস্থাভাজন দেশসেরা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক মোঃ কামারুল আরেফিন।
এসময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতা, পূজার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা দিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া বন্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশবাসী এ নীতিকে সাধুবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রী একটি মেধাবী জাতি চান। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চান। এ দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান। এ লক্ষ্য অর্জনে নাগরিক হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
এসময় তার সঙ্গে ছিলেন মিরপুর উপজেলা নবাগত নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, পৌর মেয়র এনামুল হক মালিথা, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিত বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হেল লোটাস সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরপুর উপজেলা ২৭টি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎস শারদীয় দুর্গাপূজা চলছে। আগামী মঙ্গলবার (০৮ অক্টোবর) দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।