গাংনী প্রতিনিধিঃমেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা দাউদ আলীকে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে আনন্দবাস প্রাথমিক বিদ্যালয় মাঠে মহুমের মরদেগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সেখানে পুস্পমাল্য অপর্ন করা হয়। এসময় পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন এসময় সেখানে উপস্থিত ছিলেন।