কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে, বিদ্যালয় পরিচালণায় ম্যানিজিং কমিটির উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কঠোর নিরাপ্তার মধ্যদিয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা প্রর্যন্ত ভোট গ্রহন চলে । পিজাইডিং অফিসার/ মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেক জানান, উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে এবং কঠর নিরাপত্তা ছিল কোন ধরনের কোন অপৃতিকর ঘটনা ঘটেনাই। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৫৮৮ । সাধারন অভিভাবক সদস্য পদে, ১০ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন তাদের ভিতরে ২৩১ ভোট পেয়ে প্রথম, ফজলুল হক ২২৪ ভোট পেয়ে ২য়, রাহিদুল ইসলাম ২০৮ ভোট পেয়ে ৩য়, নাজমুল হুচাইন ২০৪ ভোট পেয়ে ৪র্থ নির্বাচিত ও সংরক্ষিত অভিভাবক সদস্য পদে ১৮৪ ভোট পেয়ে মমতাজ বেগম নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালণা ম্যানিজিং কমিটির সভাপতি কামরুজ্জামান জানান আমার প্যানেলের ৫ জন অভিভাবক সদস্য পদে প্রতিদন্দিতা করেছে এবং আমার পুরো নির্বাচিত হয়েছে। আমি আমর গোয়ালগ্রাম তথা বোয়ালিয়া ইউনিয়ন বাসির কাছে কৃতঙ্গ সকলে আমাকে ভালবেসে আমার প্যানেল কে আবার বিজয়ী করেছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত জানান , শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে এবং কোন ধরনের কোন অপৃতিকর কোন ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়ন ছিল। কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।