আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’ এবং ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ পৃথক এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, দৌলতপুর সমাজসেবা অফিসার মো. ছানোয়ার আলীসহ অন্যান্য কর্মকর্তা। উপজেলা প্রশাসন ও দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করা হয়।