মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টাদহ গ্রামে প্রতিপক্ষের হামলায় সামেদ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৪০) আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হামিদুল জানান, বেশ কয়েক বছর ধরে জমি জায়গা সংক্রান্ত জের ধরে আমাদের সাথে আখছেদ আলির বিরোধ চলে আসছে। নইমুদ্দিন ছেলে আখছেদ আলী সকালে তার বাড়ির সীমানা প্রাচীর দিতে গেলে আমরা বাধা দিতে যায়। এমন সময় নইমুদ্দিন ছেলে আছেল আলি, আকবরের ছেলে আছুল, আছুলের ছেলে মুকুল,মুকুলের স্ত্রী আদুরী বেগম,আছুলের স্ত্রী শাহারবানু আমাদের উপর হামলা করে বলে তিনি সাংবাদিকদের জানান।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, মারামারির ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।