গতকাল দুপুরে কুষ্টিয়া চৌড়হাস ও ত্রিমহনী এলাকায় চেকপোস্ট বসায় মডেল থানা পুলিশ। চৌড়হাস এলাকায় বেলা ১২ টার সময় তল্লাশি চালিয়ে এক জনের নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপরদিকে বিকেল ত্রিমহনী এলাকায় বিকেল ৪ টার সময় পুলিশ তল্লাশি চালিয়ে হাফ কেজি উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, আজ সকাল থেকে চৌড়হাস ও ত্রিমহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এই তল্লাশি চালানো কালে চৌড়হাস এলাকা থেকে মাদক ব্যবসায়ী কুষ্টিয়া দৌলতপুর এলাকার ভাগজোত কাষ্টম মোড় এলাকার রব্বান মালিথার ছেলে জামিরুল ইসলাম (৪০) কে ৪ কেজি গাঁজাসহ আটক করি।
এরপর বিকেলে ত্রিমহনী এলাকার তল্লাশি মুন্সীগঞ্জ জেলার নাওয়াপাড়া মৃত মহিউদ্দিন খানের ছেলে মামুন খান (৫০) কে হাফ কেজি গাঁজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।