গাংনী প্রতিনিধিঃমেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে হেলমেড না থাকলেও পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে গাংনীর মালসাদহ হোসেন ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে। শনিবার দিনভর হেলমেড বিহীন মটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রিয় করেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান। তিনি বলেন,সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা ও চালকদের নিজেদের সেপ্টি করার জন্য হেলমেড ব্যবহারের উপর জোর দিচ্ছে পুলিশ সুপার মহোদয়। কিন্তু পুলিশ সুপারে নির্দেশ অমান্য করে তেল বিক্রি করায় তিনি প্রশাসনকে বদ্ধাঙ্গুললি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সহকারী কমিশনার ভুমি সুখময় সরকার বলেন,হোসেন ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে যে কোন সময় ভ্রাম্যমান আদালরে অভিযান চালানো হবে। এদিকে প্লাস্টিকের ড্রামে যত্রতত্র পেট্রোল বিক্রি করছে হোসেন ফিলিং ষ্টেশন। এসব তেল বোতলে ভরে বাজার জাত করার পর তা দিয়ে নাশকতার আশংখা করছে আইশৃংখলা বাহিনীর সদস্যরা। এবিষয়ে কোন মন্তব্য করেনী হোসেন ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ।