গাংনী প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও সাধারন সভা একইসাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রােেখন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা জন নেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান,গাংনী উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল ,কাথূলী কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,সাবেক কমান্ডার আমিরুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আওয়ামীলীগ নেতা মনিরুজাজামান আতু, নারী নেত্রী নুরজাহান বেগম,আ.লীগ নেতা আহসানউল্রাহ মহন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান যথাক্রমে মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ, গোলাম সাকলায়েন ছেপু, শহিদুল ইসলাম বিশ্বাস।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন, সমবায় অফিসার মিলন কুমার দাশ সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।