আজ সোমবার দুপুরে ভেড়ামারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট সেলিমুজ্জামান, ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌস এবং ভেড়ামারা থানার এসআই রিফাজ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত জ্যোতি বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ বীজ পণ্য রাখার দায়ে নগদ ৫(পাঁচ) হাজার টাকা,ভেড়ামারা বীজ ভান্ডার কে১( এক) হাজার টাকা এবং মেসার্স বিজয়া ঔষধ ঘর কে নগদ ৩(তিন) হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ সাংবাদিক দের বলেন এমন ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।