১৫ অক্টোবর মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড় গাংদিয়া বাজারস্থ সিও সংস্থার ঋণ কর্মসূচীর ৫১তম শাখার শুভ উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইদ আনছারী (বিব)। এসময় আরো উপস্থিত ছিলেন পিবুল বাড়ীয়া ফাঁড়ি ইনচার্জ জনাব আবু তালেব, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জনাব খালেদ বিন ওয়ালিদ, সিও সংস্থার পরিচালক (ঋণ কার্যক্রম) মোঃ ওহিদুর রহমান ও ফিরোজ আল মামুন, এছাড়াও উপস্থিত ছিলেন সিও সংস্থার আঞ্চলিক ব্যাবস্থাপক, অত্র শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিও সংস্থার উপকারভোগীসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতিদের সাথে মাদকের কুফল সম্পর্কে আলোচনা ও প্রচারণা মূলক লিফলেট বিতরণ করা হয়।সাথে সাথে সকলে মাদকমুক্ত থাকার অঙ্গীকার করা হয়।