কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, প্রাগপুর বিজিবি কোম্পনী কমান্ডার সুবেদার সুবোদ কুমার, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, পিয়াপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর ও প্রভাষক শরীফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন। সভায় অধিকাংশ বক্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল হলেও বাল্য বিবাহ ও বিভিন্ন কৌশলে মাদক চোরাচালান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ বা বৈধ ক্লিনিকে ডাক্তারকে না দিয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দিয়ে অপারেশন করানোর অভিযোগ উঠে। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার তার ইউনিয়ন পরিষদের সামনের একটি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন দৌলতপুর হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দিয়ে ওই ক্লিনিকে অপারেশন করানো হলে এক প্রসুতির মুত্যু হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। শেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার দৌলতপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও মাদক প্রতিরোধে সীমান্তে কড়া নজরদারি ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।