দৌলতপুর প্রতিদিধিঃকুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের চক মাদিয়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে, সোহান কে মারপিটের অভিযোগ করেছে পরিবার। পরিবার জানায়, সোহান ও তুষার দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে । এ বিষয়ে উজ্জল হোসেন জানান, আমার ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী। আমার ছেলে গত বৃহস্পতিবার সকাল অনুমানিক ১১ টার সময় চক মাদিয়া মাঠে ছাগল চরাইতে ছিল। এমন সময় মাদক সেবি সাইফুলের ছেলে আজম আমার ছেলেকে মাদক সেবনের জন্য দোকান থেকে সিগারেট কিনে আনতে বলেন। আমার ছেলে যেতে অস্বীকৃতি জানালে আমার ছেলেকে বেধর মারপিট করে। ঐ সময় আমার ভাতিজা প্রতিবাদ করলে তাকেও মারপিট করে। এবং ধরালো অস্ত্র ধরে খুন করার হুমকি দেয়। এ বিষয়ে সোহানের মামা জানান, আমরা আজমের পিতাকে বিষয়টা জানাতে গেলে সে তার ছেলে কে শাশন করা বাদে আমাদের গালাগালি করে। আজম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে এলাকায় তারা প্রভারশালী তাই এলাকাবাসী কিছু বলতে পারেনা।কিন্তু প্রতিবন্ধী একটি ছেলেকে এভাবে মারপিট করবে এটা আমরা মেনে নিতে পারছিনা। তাই তদন্ত করে বিচার দাবি করছি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।